Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Co-operation in Birth and Death Registration: Co-operate with the village police of your ward to register the birth of your child and register the death of a deceased person. Receive Registration Certificate easily at home by providing necessary documents and information within 0-45 days. Chairman, No. 9 Fourteenth Union Parishad, Kishoreganj Sadar.

Contact Us

মাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে।

এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

মোঃ কামরুজ্জামান

ইউনিয়ন সমাজকর্মী


মোবাইল : ০১৭১১০৫৫৪২৪

 

 

সচল!সচল!সচল! জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার সচল অবস্থায় আছে, যাদের জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন তারা দ্রুত প্রয়োজনী কাগজপত্র সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করুন।