Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Co-operation in Birth and Death Registration: Co-operate with the village police of your ward to register the birth of your child and register the death of a deceased person. Receive Registration Certificate easily at home by providing necessary documents and information within 0-45 days. Chairman, No. 9 Fourteenth Union Parishad, Kishoreganj Sadar.

Artificial reproduction service center.

 কী সেবা কীভাবে পাবেন

 


### এখানে কি কি সেবা দেওয়া হয়ঃ-


১। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়।


২। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর অধিক দুধ ও মাংস উৎপাদন করা হয় ।


৩। কৃষক ভাইদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।


৪। গবাদি পশুকে মোটা-তাজাকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।


৫। গবাদি পশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।


৬। হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।


৭। গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।


৮। গবাদি পশুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

[4:05 pm, 29/07/2023] শাহান শাহ: কৃত্রিম প্রজননকর্মীর নামঃ মোঃ শাহানশাহ্

মোবাইলঃ ০১৭৬৬০০৫৫৮২

কৃত্রিম প্রজননের উদেশ্য

১. কম সময়ে গরুর জাত উন্নত করা।


২. অধিক কর্মসংস্থানের সুবিধা।


৩. দুধ ও মাংসের ঘাটতি পুরন করা।


৪. আমিষ খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা।


 


কৃত্রিম প্রজননের সুবিধা


১. একটি ষাঁড় থেকে প্রতিবারের সংগৃহিত বীর্য প্রক্রিয়াজাত করে ৩০০-৪০০টি গাভীকে প্রজনন করা যায়।


২. গাভীর গর্ভধারনের হার বৃদ্ধি পায়।


৩. বেশি ষাঁড় পোষার দরকার হয়না,ফলে ব্যয় হ্রাস পায়।


৪. ভিন্ন ভিন্ন জাত বা প্রজাতির মধ্যে প্রজনন করে উন্নত জাত তৈরী করা যায়।


৫. উন্নত জাতের ষাঁড়ের বীর্য ব্যবহার করে ভাল জাতের গরু পাওয়া যায়।


 


কৃত্রিম প্রজননের অসুবিধা


১. দক্ষ লোক দরকার হয়।


২. সুক্ষ ভাবে গরমের সময় নির্ণয় করতে হয়।


৩.ঠিকমত ষাঁড়ের বীর্য বাছাই নাহলে কৃত্রিম প্রজননের উদেশ্য ব্যহত হয়।


৪. গরম গাভী সনাক্ত কার কঠিন হয়ে পড়ে।


 


প্রজননে গাভীর উপযুক্ত বয়স


১. দেশী জাতের বকনা প্রথম প্রজননের উপযুক্ত হয় ২-২.৫ বছর বয়সে।


২. উন্নত সংকর জাতের বকনা প্রথম প্রজননের উপযুক্ত হয় ১.৫-২ বছর বয়সে।


 


গাভী গরম হওয়া বা ঋতুকালের লক্ষন।


১.গাভীর অস্থিরতা বাড়ে এবং গাভী ঘন ঘন ডাকে।


২. ঘন ঘন প্রস্রাব করে এব গাভীর দুথ কমে যায়।


 


পশু গর্ভবতী হওয়ার লক্ষন


১. ঋতু চক্র বন্ধ হয়ে যায়।


২. গাভী আর ডাকে আসে না বা গরম হয়না

সচল!সচল!সচল! জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার সচল অবস্থায় আছে, যাদের জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন তারা দ্রুত প্রয়োজনী কাগজপত্র সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করুন।