Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আগামী কালও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে নতুন বহি বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আদেশক্রমে:  মোঃ আতাহার আলী, চেয়ারম্যান, চৌদ্দশত ইউনিয়ন পরিষদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফিস সংক্রান্ত অবগতি। যেকোনো জন্ম ও মৃত্যু নিবন্ধন এর আর্থিক লেনদেন। রশিদ ছাড়া নিষেধ। 


যোগাযোগ ব্যবস্থ্য

উপজেলা সদর থেকে চৌদ্দশত ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-

 

ক) উপজেলা সদর সরকারী হাসপাতাল গেইট থেকে বোর্ড বাজার পর্যন্ত - সিএনজিতে- ২৫-৩০/- টাকা (জনপ্রতি)।

খ) বড় বাজার থেকে চৌদ্দশত ইউনিয়ন  পর্যন্ত - সিএনজিতে - ১৫-২৫/-টাকা (জনপ্রতি), রিক্সাযোগে- ৫০-৬০/-টাকা (জনপ্রতি)।

গ) পুলেরঘাট  বাজার থেকে চৌদ্দশত বোর্ড পর্যন্ত - সিএনজিতে - ১০-১৫/- টাকা (জনপ্রতি), রিক্সাযোগে- ৩০-৩৫/-টাকা (জনপ্রতি)।

ঘ) বিন্নাটি বাজার হইতে চৌদ্দশত বোর্ড বাজার পর্যন্ত - সিএনজিতে- ০৫-১০/-টাকা (জনপ্রতি), রিক্সাযোগে- ১৫-২০/-টাকা (জনপ্রতি)।

সচল!সচল!সচল! জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার সচল অবস্থায় আছে, যাদের জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন তারা দ্রুত প্রয়োজনী কাগজপত্র সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করুন।